স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আনার জন্য চেষ্টা চলছে। বিশ্বের অনেক দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টায় আছে। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। আশাকরি আগামী ২-৪ দিনের মধ্যে তাদের সঙ্গে আমরা একটি চুক্তি করতে পারবো। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে ফুড প্যাকজ ও হাইজিন প্যাকট বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও বাংলাদশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ শাখার সেক্রেটারি ইসরাফিল হাসাস।