করদাতা সুরক্ষা পরিষদের প্রতিবাদ সমাবেশ

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

নগরীতে চলমান হোল্ডিং ট্যাক্স আন্দোলনের কর্মসূচি হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ব্যাপারীপাড়া কাউন্সিল অফিসের সামনে সজ্জাদ জাফর ও সোহেল আহম্মদের সঞ্চালনায় এবং হাজী হোসেন আহম্মদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মো. সেকান্দর, কামাল সররদার, মো. মঞ্জুর মিয়া, মিজাজুর রহমান মোস্তফা, হাসান রুবেল, নুর আহম্মদ নুরু, চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছার, সিনিয়র সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, সহসভাপতি ইসমাইল মনু, সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি, সংগ্রাম কমিটির আহ্বায়ক মীর মুহাম্মদ ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।