বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার সম্মানে সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম আয়োজিত ‘যতদূর বাংলা ভাষা, ততদূর এই বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কবি নূরুল হুদার কবিতায় যতই আঞ্চলিকতার গন্ধ ও বাঙালি জাতিসত্তা এবং আমাদের ইতিহাস-ঐতিহ্যের লালিত্য থাক না কেন, তিনি তাঁর কবিতার শব্দ ও শক্তিতে বিশ্বজনীন হয়ে উঠছেন। ইতোমধ্যেই তিনি তাঁর কবিতার স্বাতন্ত্রিক চরিত্র ও নিজস্ব দর্শনগুণে বাংলা কবিতায় পোক্ত স্থান করে নিয়েছেন। তাঁর কবিতা প্রতিদিনই নতুন নতুন আঙ্গিক ও ভাবধারা সৃষ্ঠি করছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে এবং সহসভাপতি ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কাব্যিক আয়োজনে কবির প্রতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কবি ইউসুফ মুহম্মদ, কবি আশীষ সেন, কবি ও অধ্যাপক হোসাইন কবির, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, কবি সোহাগ সিদ্দিকী, কবি ও ছড়াকার মোদাচ্ছের আলী, অধ্যাপক রুহো রুহেল, আবৃত্তি জোটের সহসভাপতি সাইফ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, মায়ের ভাষার শব্দের সুর ও আওয়াজ যতদূর যাবে, ততদূরই সীমানা। তাই বলেছি, যতদূর বাংলা ভাষা, ততদূর এই বাংলাদেশ। কবিতায় যদি নিজের জাতি-গোষ্ঠী ও নিজেদের ইতিহাস ও গণমানুষের কথা না থাকে, তা হলে কবিতা সত্যিকার অর্থে কবিতা হয়ে ওঠে না। তিনি বলেন, বাংলা কবিতার শেকড় অনেক গভীরে প্রোথিত। এখন এই কবিতার ভাব ও ভাষাকে আরো বেশি মানুষের কাছাকাছি নিয়ে যেতে হবে আমাদেরই। এক্ষেকেত্রে আবৃত্তিকর্মী ও শিল্পীরা বেশ অবদান রেখে যাচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি জোটের সহসভাপতি প্রণব চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শাহেদুল আলম চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, উম্মে সালমা নিঝুম, জীবন বড়ুয়া, স্নিগ্ধা সিকদার, বর্ষা চৌধুরী। জোটের পক্ষ থেকে কবিকে ফুলেল শুভেচ্ছা জানান, সংগঠক ও শিল্পী আবদুল হালিম দোভাষ, সজল চৌধুরী, মাসুদ বকুল, ঝাভেদ হোসেন, আলী প্রয়াস, মাঈনুল আজম চৌধুরী, অণির্বান চৌধুরী, শামীমা ইয়াছমিন, লিয়াকত হোসেন লিমন প্রমুখ। পৃথকভাবে কবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন, শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক মাঈনুদ্দিন কোহেল, মুক্তিযোদ্ধা একাডেমি, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, দৃষ্ঠি, চট্টগ্রাম, স্বপ্নযাত্রী, একুশ মাসবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র। প্রেস বিজ্ঞপ্তি।