গ্রাম ছেড়ে কবি শহরে এসেছে
সাথে নিয়ে বই–খাতা
এ শহর তাকে চিনতে পারে না
হয়তো ভেবেছে যা তা।
এদিকে–সেদিকে কোনোদিকে তাকে
একটু ডাকে না কাছে,
ছোটাছুটি করে ছুটছে মানুষ
সবার যে তাড়া আছে।
শহরে এসেছে কেন যে এসেছে?
ভাবে শুধু মনে মনে,
এখানে মানুষ কাজ ছাড়া কিছু
ভাবে না অপ্রয়োজনে।
অথচ কবির গ্রামে আছে কতো
লতাপাতা ঘাস–পাখি,
তাঁকে পেয়ে শুধু ছন্দকথায়
করে কত ডাকাডাকি।
তাকে কাছে পেয়ে ডাহুকের ছানা
কিলবিল করে মেলে দিতো ডানা
এসব কিছু তো শহরে পাবে না
কী লাভ শহরে এসে?
গ্রামে ফিরে যাবে কত সে আপন
তাকে যাবে ভালোবেসে।
কবিকে চিনেনি এ শহর জানো?
কবি বলে, তবে আসি
কবি ফিরে যাবে যেখানে পাবে সে
ভালোবাসা রাশি রাশি।