আশেকানে মোস্তফা (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুব ও তরুণ পরিষদ কদম রসুল শাখার উদ্যোগে গত ৩ জুলাই শোহাদায়ে কারবালা মাহফিল ও ওরসে শাহ আহছানুজ্জামান হাশেমী (রহঃ) কদমরসুল গাউছিয়া তৈয়্যবীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (ম,জি,আ)। মাহফিলে বক্তারা শাহ আহছানুজ্জামান হাশেমীর (রহঃ) জীবনী আলোচনা এবং কারবালার ঘটনা থেকে প্রকৃত শিক্ষা নিয়ে মুসলমানদেরকে জীবন অতিবাহিত করার আহ্বান জানান। আনজুমানে আশেকান মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমরসুল শাখার সেক্রেটারী আবু সুফিয়ান শিবলুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী (মা,জি,আ), আশেকানে মোস্তফা (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তরুণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, হাফেয মওলানা মুহাম্মদ আবু সাইদ সিদ্দীকী, মওলানা মুহাম্মদ আবু সাইদ শাহীন সহ আরো অনেক ওলাময়ে কেরাম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।