কদমতলীতে হেরোইন উদ্ধার মামলা : দুই জনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নগরীর কদমতলী বাস স্টেশন এলাকা থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো, আব্দুল মালেক ও আবুল হোসেন। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি কাঠগড়ায় হাজির ছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক রায় ঘোষণা করেছেন। দুই ব্যক্তিকে যাবজ্জীবনের পাশাপাশি অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। তার নাম মো. মনির। আদালতসূত্র জানায়, ২০১৩ সালের ৩ এপ্রিল কদমতলী বাস স্টেশনের একটি দোকানের সামনে থেকে ২৫০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে ডবলমুরিং থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ৩০ জুন চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। সূত্র জানায়, চার আসামির মধ্যে মো. নয়ন নামের অপর আসামি বিচার চলাকালীন সময়ে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধদুই হাজার বছরের মধ্যে উষ্ণতম ২০২৩ এর গ্রীষ্ম
পরবর্তী নিবন্ধঅভিযোগপত্রে বিমানের সাবেক এমডি কেভিনসহ ১৬ নাম