কথা কাটাকাটির জের : কর্ণফুলীতে দোকান ও বসতঘরে ভাঙচুর করে লুটপাট

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ এপ্রিল, ২০২৪ at ৮:৪৩ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলায় দুই যুবকের মাঝে কথা কাটাকাটির জের ধরে একটি মুদি দোকান ও ৪টি বসতঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ শাহীপুর গ্রামের নলা খাইয়্যার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তৈয়ব সওদাগর জানান, আরিফ ও আসিফের সাথে রাত পৌনে ৯টার দিকে খাদ্যগুদাম এলাকায় কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তিনি উভয়কে শান্ত করেন। কিন্তু এর পরক্ষণেই ওই ঘটনার জের ধরে হামলা চালিয়ে জারিয়া বেগম নামের নারী উদ্যোক্তার একটি মুদি দোকান ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়।

এরপর তাদের বাড়িতে হামলা চালিয়ে চারটি ঘরের বেড়া ও দরজা রাম দা দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয়।  

নারী উদ্যোক্তা জারিয়া বেগম, স্থানীয় বাসিন্দা সুফিয়া খাতুন ও লায়লা বেগম জানান, রাস্তায় দুই কিশোরের বিবাদকে কেন্দ্র করে শাহ নুর ও শাকিবের নেতৃত্বে ৩০/৪০জন যুবক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি দোকানের সব মালামাল লুটপাট করা হয় এবং ভেঙে দেয়া হয় ফ্রিজ।

এরপর তারা বশির, লায়লা বেগম, ফয়সল ও মোহাম্মদ শফিসহ চারটি ঘরে হামলা চালিয়ে এসব ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে কর্ণফুলী থানাধিন শাহমীরপুর ফাাঁড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় নি।

শাহমীলপুর ফাঁড়ির এসআই মোহাম্মদ নোমান জানান, রাস্তায় বাক বিতন্ডা ও হাতাহাতির জের ধরে দোকান ও বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষকে থানায় যাওয়ার জন্য খবর দেয়া হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনববর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমৃদ্ধ ও স্মার্ট ভবিষ্যৎ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর
পরবর্তী নিবন্ধপুকুরে সেচ দেওয়াকে কেন্দ্র করে মীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় আহত ১০