কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার পাচ্ছেন ফররুখ স্মৃতি পুরস্কার

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রবর্তিত ফররুখ স্মৃতি পুরস্কার ২০২৩ পাচ্ছেন ‘ঝিলাম নদীর দেশ’ রচয়িতা কথাসাহিত্যিক বুলবুল সরওয়ার। ইতিহাসনির্ভর ভ্রমণ কাহিনীতে বৈশ্বিক চিন্তার শৈল্পিক অবতারণা, কাব্য, কথাসাহিত্য ও অনুবাদ চর্চায় ঐতিহ্যানুসন্ধান, লালন এবং মরমে পৌঁছানোর অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। পুরস্কার হিসেবে নগদ এক লক্ষ টাকা, সম্মাননা পত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। অক্টোবরের মাঝামাঝি এ পুরস্কার প্রদান অনুষ্ঠান সাড়ম্বরে প্রদান করা হবে।

প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকদের নিয়ে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র গঠন করে ফররুখ স্মৃতি পুরস্কার কমিটি। প্রতি দুই বছর পর বিশিষ্ট অবদানের জন্য জাতীয় ব্যক্তিত্ব এ পুরস্কার লাভ করেন। ফররুখ স্মৃতি পুরস্কার এর আগে লাভ করেছেন সাহিত্য সমালোচক আবদুল মান্নান সৈয়দ, গবেষক ও সম্পাদক শাহাবুদ্দীন আহমদ, কবি আল মাহমুদ, কথাশিল্পী শাহেদ আলী, কথাশিল্পী আবু রুশদ, কবি ও সমালোচক সৈয়দ আলী আহসান, সমালোচক মোহাম্মদ মাহফুজ উল্লাহ, নাট্যকার ড. আসকার ইবনে শাইখ, প্রফেসর ড. কাজী দীন মুহম্মদ, প্রফেসর ড. এবনে গোলাম সামাদ, শিল্পী মুস্তাফা জামান আব্বাসী এবং সঙ্গীত গবেষক অধ্যাপক আবু জাফর (২০১৩)। উল্লেখ্য, বুলবুল সরওয়ারের জন্ম ১৯৬২ সালে গোপালগঞ্জ জেলায়। ঢামেক থেকে এমবিবিএস, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা ইনস্টিটিউট নিপসম থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর এবং মিশর থেকে জনতাত্ত্বিক গবেষণায় ডিপ্লোমা এবং এইচআইভিএইডস্‌ নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ পর্যন্ত তাঁর ৬২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধড. জাহিদ হোসেন শরীফ ইউসিটিসির ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন