কখনো সময় আসে
লাজ–অপমান ত্রাসে
এ জীবন তেতো লাগে।
এসময়ে মনে হয়
জীবনটা দুঃখময়,
মরবার সাধ জাগে।
কখনো সময় আসে,
এই মন শুধু হাসে,
জীবন মধুর লাগে।
এসময়ে মনে হয়
এ জীবন সুখময়,
বাঁচবার সাধ জাগে।
কখনো সময় আসে
নিতান্ত অনায়াসে
সাফল্য দেয় ধরা।
এ সময়ে মনে হয়
জীবন বর্ণময়,
সুখ–শান্তিতে ভরা।
কখনো সময় আসে
ঘুরে মরে আশপাশে
সুখের পায়রা শত।
এসময়ে মনে হয়
জীবন ছন্দময়,
ঠিক কবিতার মত।