কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি জাফর

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:২১ অপরাহ্ণ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

আজ বৃহস্পতিবার বিকেলে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের কাছে এই মনোনয়ন পত্র দাখিল করেন এমপি জাফর আলম।

এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু (উপজেলা ভাইস চেয়ারম্যান), চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।

এদিকে মনোনয়ন পত্র জমাদানের আগেই স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে শতাধিক আলেম-ওলেমার উপস্থিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী জাফর আলম বলেন, ‘নির্বাচনের মাঠে আমি আছি। আগামী ৭ জানুয়ারী চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীবাসীর জয় অবশ্যাম্ভাবী।’

উল্লেখ্য- বর্তমান সংসদ সদস্য জাফর আলমের পরিবর্তে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় বিগত তিনটি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপিকে।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় যানবাহন ভাঙচুরের ঘটনায় ৮ বিএনপির কর্মী গ্রেফতার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নৌকার বিরুদ্ধে লড়বেন বর্তমান সাংসদ দিদার