নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন ও অস্বাস্থ্যকর পন্থায় খাবার সংরক্ষণের অপরাধে কক্সবাজার শহর ও সাগরপাড়ের চার রেস্তোরাঁঁকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী অভিযানে এই জরিমানা করা হয়।
কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন জানান, বুধবার ভোক্তা সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন ও অস্বাস্থ্যকর পন্থায় খাবার সংরক্ষণের অপরাধে কক্সবাজার সাগরপাড়ের তরঙ্গ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, শহরের লালদীঘিপাড়স্থ বিরাম রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা, বাজারঘাটার ‘আড্ডাবাড়ি’ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং ভ্যাট আদায়ে অনিয়ম করার অপরাধে হোটেল-মোটেল জোনের রূপসী বাংলা রেস্তোরাঁকে ২০ হাজার টাকাসহ চার রেস্তোরাঁঁকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইন সম্পর্কেও প্রচারণা চালানো হয়।