কাপড় শুকাতে গিয়ে রাউজানে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাউজান ও বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ৯:৫৪ অপরাহ্ণ

ছাদে উঠে কাপড় শুকাতে গিয়ে মাদরাসা ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে মো. সৈয়দ নুর (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে রাউজানে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে এই ঘটনাটি ঘটে রাউজানের উরকিরচর ইউনিয়নের ইউনুছিয়া ফতহুল উলুম মাদরাসায়।
সৈয়দ নুর বাঁশখালী উপজেলার ৯নং গণ্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ বড়ঘোনা চকরিয়া খালীর দরিদ্র মৎস্যজীবি নুরুল আবছারের প্রথম পূত্র।
স্থানীয়রা বলেছেন গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আজ বুধবার সকাল ১১টার সময় গোসল শেষ করে মাদরাসার ৩ তলা ভবনের ছাদে কাপড় শুকাতে রশি লাগাতে গিয়ে তিন তলা ভবন থেকে পড়ে যান সৈয়দ নুর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
আলাউদ্দিন তালুকদার বলেন, “রাউজান থানাধীন মদুনাঘাট এলাকার ইউনুছিয়া মাদরাসার ছাত্র সৈয়দ নুর তিন তলা ভবনের ছাদে কাপড় শুকাতে রশি লাগাতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।”
এদিকে সৈয়দ নুরের আকস্মিক মৃত্যু সংবাদ পরিবারে পৌঁছার সাথে সাথে তার পরিবারে শো‌কের মাতম সৃ‌ষ্টি হয়েছে। সৈয়দ নুরের মৃত্যুতে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিদ্যুৎস্পৃ্ষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজার শহরের চার অভিজাত রেস্তোঁরাকে জরিমানা