কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ছুরিকাঘাতে যুবক নিহত

| শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারে টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ‘ছুরিকাঘাতে নিহত’ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, নিহত ব্যক্তি একজন ইজিবাইক চালক। তার গাড়ি ছিনতাই করতে বাধা দেওয়ায় খুন করা হয়েছে। খবর বিডিনিউজের।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কক্সবাজারটেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। ওসি জানান, রাতে স্থানীয়দের খবরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতদেহের পাশ থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি রক্তাক্ত ছোরা পাওয়া যায়। নিহতের শরীরে গলায় ও মাথার পিছনে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

একটু দূরে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় রয়েছে। ওসি বলেন, ‘ঘটনার পর পুলিশের সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়।’ ওসমান গনি বলেন, তারা ধারণা করছেন ইজিবাইক ছিনতাই করার চেষ্টায় এ খুনের ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
পরবর্তী নিবন্ধগোলামুর রহমান মাইজভাণ্ডারীর ওরশে মনজুর আলমের আয়োজন