কক্সবাজারে হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

নারী সঙ্গী আটক

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় তালুকদার নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলাতলী সড়কের আলম গেস্ট হাউস নামের একটি হোটেলের কক্ষ থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেল কক্ষে সঞ্জয়ের সাথে নুপুর নামে এক নারীও ছিল। তাকে আটক করা হয়েছে।
ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাথরুম থেকে বের হয়ে গলায় ওড়না প্যাচানো অবস্থায় সঞ্জয়কে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিক তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি বলেন, গত ১ ডিসেম্বর সঞ্জয় এবং নুপুর দুইজনই স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলের ২০৫নং কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্ট্রার খাতায় তারা সিরাজগঞ্জের বাসিন্দা বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপানি রাখতে পাহাড়ে লাউয়ের খোল