কক্সবাজার শহরের কলাতলী পূর্বচন্দ্রিমা বখতিয়ার ঘোনা এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে আহত মোঃ সুমন ওরফে পিচ্চি সুমন (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমন ওই এলাকার আবু বকর সিদ্দিকের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে সুমন ও তার বন্ধু ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় সুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে বন্ধু মোহাম্মদ ইয়াসিন। এতে গুরুতর আহত হলে মোঃ সুমনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলেই ঐদিন রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা।
সেখানে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোঃ সুমন। ঘাতক মোঃ ইয়াছিনও ওই এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান বলেন, হত্যাকান্ডের ঘটনায় মামলা রুজু হয়েেেছ। ইতিমধ্যে আমান উল্লাহ নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।