কক্সবাজারে পাহাড় কেটে মাটি সরবরাহকালে মাটিবোঝাই ৩টি ডাম্পার (মিনি ট্রাক) আটকের পর জব্দ করেছে বনবিভাগ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের লিংকরোড বিট এলাকা, উখিয়ার ইনানী রেঞ্জের রাজাপালং বিট এলাকা ও টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের কেরামতলী বিট এলাকা থেকে অভিযান চালিয়ে এসব মিনি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, রাতের আঁধারে নির্জনতার সুযোগে কিছু দুর্বৃত্ত পাহাড় থেকে মাটি কেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জমি ভরাট কাজে সরবরাহ করে আসছে গোপন সূত্রে এমন খবর পেয়ে শুক্রবার রাতে বনকর্মীরা গোপনে বিভিন্ন ঘটনাস্থলের আশেপাশে ওৎপেতে থাকে।
পরে বনকর্মীরা অভিযান চালিয়ে মাটিভর্তি ৩টি মিনিট্রাক আটক করতে সক্ষম হলেও মাটি পাচার কাজে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক মাটিভর্তি মিনিট্রাকগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।