ত্রিপুরা জনগোষ্ঠীর মাতৃভাষা ককবরকের সরকারি স্বীকৃতির দিনকে স্মরণ করে গতকাল রোববার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে ককবরক উৎসবের সূচনা হলো। খাগড়াপুর ককবরক লাইব্রেরি থেকে খাগড়াপুর কমিউনিটি সেন্টার পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও র্যালি শেষে মঙ্গল প্রদীপ প্রজ্ব্বলনের মধ্য দিয়ে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় বক্তারা বলেন, প্রভাবশালী ভাষার প্রভাব মোকাবেলা করার জন্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন স্তরে মাতৃভাষা চর্চা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার দেশের সকল নাগরিকের মাতৃভাষায় অধিকার নিশ্চিত করার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। ককবরক ত্রিপুরা জাতির মাতৃভাষা। এ বছর ৪৩তম ককবরক দিবস উদযাপন করা হচ্ছে। এই ভাষা ত্রিপুরা রাজ্যের অন্যতম সরকারি ভাষা। ১৯৭৯ সালের ১৯ জানুয়ারি ককবরককে ত্রিপুরা রাজ্যের সরকারি ভাষা ঘোষণা করা হয়। বাংলাদেশে কয়েক বছর ধরে ককবরক দিবসকে ঘিরে আলোচনা সভা ও ককবরক কবিতা পাঠের আয়োজন করা হচ্ছে। ককবরকভাষীদের সংগঠন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ককবরক রিসার্চ ইনস্টিটিউট, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ ও য়ামুক ককবরক দিবসটি পালন শুরু করে।