ওষুধের দোকানে নষ্ট ফ্রিজে ইঞ্জেকশন সংরক্ষণ জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় নষ্ট ফ্রিজে ইঞ্জেকশন ভায়াল সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ওষুধ বিক্রি, নিবন্ধন ছাড়া শিশু খাদ্য বিক্রির অপরাধে দুই দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরের দিকে উপজেলার রোয়াজারহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম এই অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নষ্ট ফ্রিজে ইঞ্জেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ওষুধ বিক্রি, লাইসেন্সবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে বাজারের আজিজ ফার্মেসি নামে একটি ওষুধের দোকানকে ওষুধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে হালিমা কসমেটিঙ নামে একটি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম বলেন, বিদেশী এসব প্রসাধনী পণ্য বৈধ উপায়ে আনা হয়নি, যার ফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে। বিএসটিআইয়ের অনুমোদনহীন এসব প্রসাধনী সামগ্রীর ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক করতে এ জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছিনতাই হওয়া ট্রলার ও মাঝিকে উদ্ধার
পরবর্তী নিবন্ধদুই বছরের শিশু অপহরণ প্রতিবেশী যুবক গ্রেপ্তার