প্রতিভা অন্বেষণের গানের প্রতিযোগিতা ঐক্য.কম চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩–এর একজন ফাইনালিস্ট হিসেবে লড়ছেন রাউজানের ছেলে মোসলেহ্ চৌধুরী পিজু। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হয় অনুষ্ঠানটি। গ্র্যান্ড অডিশনে তিনি গেয়েছিলেন সোলসের ‘ফরেস্ট হিলের এক দুপুরে’। ফাইনালে এসে এন্ড্রু কিশোরের বিখ্যাত গান ‘হায়রে মানুষ রঙ্গিন ফানুস’ পরিবেশন করেন।
সেরা কণ্ঠের সপ্তম আসরে প্রধান দুই বিচারক ছিলেন রিজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। বিশেষ বিচারক হিসেবে রুনা লায়লা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প পরিচালক ইজাজ খাঁন স্বপন। এবার সেরাকণ্ঠের ফিন্যালে সাজতে যাচ্ছে নতুন সাজে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। আগামী ৯ ডিসেম্বর গ্র্যান্ড ফিন্যালে হওয়ার কথা রয়েছে।
পিজুর বাবা জসিম উদ্দিন ছিলেন অভিনয়শিল্পী ছিলেন। চাচা ইমতিয়াজ উদ্দিন বাচ্চু, সাচ্চু ও সোহেল ছিলেন ৯০ দশকের নাম করা গিটারিস্ট। পিজু নিজের লেখা ও সুর করা বেশ কিছু ভালো গান দিয়ে পরিচিত হয়েছেন তার ২০ বছরের সংগীত জীবনে।