সিএসইতে লেনদেন ৫.৫৪ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছ ৫.৫৪ কোটি টাকা। মোট ২,৪৯৬টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৮৮.৮৪ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৬৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৮.৭৭।

এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭৩.৪৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ২,৫৫৭.৪৪ পয়েন্ট। গতকার দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭৪,৪০০.২৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩২,৯৯৯.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

পূর্ববর্তী নিবন্ধওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ফাইনালে পিজু
পরবর্তী নিবন্ধপরিবারের ৪২ সদস্যের সঙ্গে নিহত ফিলিস্তিনি সাংবাদিক