ইউরোপে সংক্রমণ কমতে শুরু করেছে। এ অবস্থায় স্পেন জানিয়েছে, কোভিড-১৯ ক্রমশ ফ্লু হয়ে যাচ্ছে। এর সঙ্গেই বাঁচতে হবে। ব্রিটেনের শিক্ষামন্ত্রী নাদিম জাহাউইও সমপ্রতি জানিয়েছেন, সে দেশে অতিমারি ক্রমশ ‘এনডেমিক’-এর চেহারা নিচ্ছে। অর্থাৎ আঞ্চলিক সাধারণ অসুখ। বাসিন্দারা সংক্রমিত হচ্ছেন ঠিকই, কিন্তু হাসপাতালে ভর্তি হতে হচ্ছে হাতেগোনা সামান্য কিছু মানুষকে। মৃত্যুর ঘটনা নেই বললেই চলে।
এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে এক জন ওমিক্রন সংক্রমিত ধরা পড়তেই হইহই কাণ্ড। তার বাড়ি ও অফিসের চত্বর ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। ওই অঞ্চলের সমস্ত বাসিন্দার করোনা-পরীক্ষা করানো হয়েছে। সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, সংক্রমিত ২৬ বছরের এক তরুণী। তার নাম প্রকাশ করা হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণীর ‘শপিং ট্রিপ’। তরুণী এখন কেমন আছেন, তা-ও জানানো হয়নি সরকারের তরফে। জানা গিয়েছে, তার থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সংক্রমিত হতে পারেন, এমন মানুষের তালিকা ১৩ হাজারেরও বেশি। প্রত্যেককে নজরবন্দি করা হয়েছে। করোনা-পরীক্ষা হয়েছে সকলের। অবশ্য নতুন কারও করোনা-পজিটিভ ধরা পড়েনি বেইজিংয়ে।
অপরদিকে আগস্টে অলিম্পিকসের প্রভাবে উচ্চ কোভিড সংক্রমণের পর এবার একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড করেছে জাপান। গতকাল মঙ্গলবার দেশটিতে ২৭ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে জাপান সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মধ্যেই দেশটিতে এই রেকর্ড সংক্রমণ দেখা যাচ্ছে।মঙ্গলবার টোকিওর হাসপাতালগুলোর কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত শয্যার ২৩.৪ শতাংশ পূর্ণ হয়েছে। এই হার ৫০ শতাংশ বাড়লে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।