ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের বড়দারোগাহাটে অবস্থিত ওজন স্কেল পরিচালনা বিষয়ক বিভিন্ন সমস্যাদি নিরসনকল্পে চট্টগ্রাম সড়ক বিভাগের সাথে পণ্য পরিবহন মালিক সমিতির মতবিনিময় সভা গতকাল রবিবার সকালে চট্টগ্রাম সড়ক বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সঞ্চালনায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ, রেগনাম রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হোসেন জনি, চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মান্নান, প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকী, মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দিন, পরিবহন নেতা গোলাম নবী, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, মুসা, ইলিয়াস, মালিক গ্রুপের সেকান্দর হোসেন চৌধুরী, ইউসুফ সরোয়ার, আনোয়ার পাশা, ফেরদৌস জামাল মুকুল, মোহাম্মদ ইউসুফ, মো. আজিজ, শাহদাত, মো. রিয়াজ প্রমুখ।
সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান বলেন, আন্তর্জাতিক ম্যাপ অনুয়ায়ী আমাদের দেশে সড়কের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। তাই সড়কের জন্য ওভারলোড নিয়ন্ত্রণ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো কর্মকর্তা ওজনস্কেলের দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।