সাইকেলে চড়ে চড়ে
খেলা করে ছেলে
টুপ করে উঠে কোলে
বাবা ঘরে এলে।
বাবা মা’র প্রিয়জন
ছোট নীল মণি
ছেলে যেনো ছেলে নয়
আদরের খনি।
বাবা তার মুখে রাখে
ঐ রাঙা মুখ
রেখে ভাবে এইখানে
সবটুকু সুখ।
কোথা বাবা? মাও নেই
সব স্মৃতি আজ
এই দিনে কে যে নেয়
রাসেলের সাজ?