করোনাভাইরাস সংক্রমণের একটি নতুন ঢেউ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া হয়ে এশিয়ার মহাদেশের পূর্বাঞ্চলীয় দেশগুলোতে দ্রুতবেগে ছড়িয়ে পড়ছে। প্রাদুর্ভাবের গতি শ্লথ করতে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে চাপমুক্ত রাখতে জাপান ও নিউ জিল্যান্ড পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। এ অঞ্চলে দ্রুতগতিতে রোগীর সংখ্যা বাড়ার ক্ষেত্রে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট বিএ. ফোর/ফাইভ প্রধানত দায়ী বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মহামারীর আগের ঢেউগুলোতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি মেরামতের চেষ্টায় থাকা কর্তৃপক্ষগুলো ফের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং অজনপ্রিয় বিধিনিষেধের সময়সীমা বাড়ানো বা নতুন করে আরোপ করা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।