ফিলিপাইনের ম্যানিলায় গত ২৩–২৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্যাডেট, জুনিয়র ও অনূর্ধ্ব–২১ কারাতে প্রতিযোগিতার ২২তম আসর। এ প্রতিযোগিতার প্রাক্কালে এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারি লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত লাইসেন্স আপগ্রেডেশন পরীক্ষায় অংশ নেন বাংলাদেশসহ এশিয়ার আরো ২৮টি দেশের ১২৯ জন জাজ/রেফারি। সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন চট্টগ্রামের তীর্থ তালুকদার। এতে করে একেএফ কুমিতে জাজ–এ লাইসেন্সপ্রাপ্ত হন তিনি। গত বছর নভেম্বরে নেপালে আয়োজিত একেএফ জাজ/রেফারি লাইসেন্সিং পরীক্ষায় সর্বপ্রথম কুমিতে জাজ–বি লাইসেন্স প্রাপ্ত হয়েছিলেন তিনি।তীর্থ বর্তমানে চট্টগ্রামের ফ্রেন্ডস কাব কারাতে একাডেমির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।