এমন গরম থাকবে আরো কয়েকদিন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরে গতকাল স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড হয়েছে। আরো দুয়েকদিন এমন তাপমাত্রা থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। গতকাল নগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা আজাদীকে বলেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেটার অবস্থান উড়িষ্যার দিকে। ওই লঘুচাপের উত্তরপূর্ব দিকে আমাদের অবস্থান। জলীয় বাষ্প লঘুচাপ অংশে বিরাজ করছে। তাই আমাদের এখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। শুষ্ক আবহাওয়ার জন্য অনুভূত গরম আরো দুয়েকদিন থাকতে পারে বলে জানান তিনি।

পতেঙ্গা আবহাওয়া অফিসের গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগারগাঁও আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল দুই হাজার
পরবর্তী নিবন্ধআজ রাত থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট