চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ছাড়াল দুই হাজার

২৪ ঘণ্টায় শনাক্ত ১১১ জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ জুলাই, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়াল। এ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৭১ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি ৯৮ জন। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় যুবলীগ নেতার মামলায় বিএনপির ১৫০ নেতাকর্মী আসামি
পরবর্তী নিবন্ধএমন গরম থাকবে আরো কয়েকদিন