সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের বিরোধী দলনেতা, প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান, মরহুম ফজলুল কবির চৌধুরীর দ্বিতীয় পুত্র রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই এবিএম ফজলে রাব্বী চৌধুরী মানিকের ৩য় মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য মরহুম ফজলে রাব্বী মানিকের পৈতৃক বাড়ি গহিরায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে বাড়ির জামে মসজিদে পবিত্র খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিল ও ফাতেহা শরীফ। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি মরহুমের মাগফিরাত কামনায় উপস্থিতি কামনা করা হয়েছে।
উল্লেখ্য, ফজলে রাব্বী চৌধুরী সক্রিয় রাজনীতি ছাড়াও বহু জনহিতকর কাজ ও সেবামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন।