বিএনপির তারুণ্যের সমাবেশ হবে সরকারের বিরুদ্ধে সতর্ক বার্তা

মতবিনিময় সভায় শামীম

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, তারুণ্যের সমাবেশ কোনো দলের সমাবেশ নয়। দলমত নির্বিশেষে এই প্রজন্মের সকলের জন্য। বিএনপির তারুণ্যের সমাবেশ হবে এই সরকারের বিরুদ্ধে সতর্ক বার্তা। তিনি গতকাল শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১১ জুন তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাথে বিএনপি

নেতৃবৃন্দদের মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুভব করেছেন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের সকল তরুণ সমাজকে ঐক্যবন্ধ করতে হবে। যুদ্ধে যাওয়ার সময় এখন তরুণদের, এই তরুণরাই বিপ্লব ঘটাবে। বিশেষ অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, ভোটাধিকার রক্ষার সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা এই সরকার পতন আন্দোলনে এগিয়ে আসবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রণকুল ইসলাম শ্রাবণ, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, মাম্যা চিং, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, শাহাজাহান চৌধুরী, গোলাম হায়দার বিএসসি, এম নাজিম উদ্দিন, আবু সুফিয়ান, শেখ ফরিদ বাহার, দীপেন তালুকদার দীপু, সাহাবুদ্দীন সাবু, এম এ হালিম, এনামুল হক এনাম, এড. আব্দুর রহমান, আলাল উদ্দীন আলাল, মামুনুর রশীদ মামুন, জাবেদ রেজা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, মোশারফ হোসেন দিপ্তী, মোহাম্মদ শাহেদ, এইচ এম রাশেদ খান, রেজাউল করিম লিটন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএবিএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক আল্লামা খলিল আহমদ