দেড় দশকের ক্যারিয়ারে নায়ক নিরব বরাবরই নতুন জুটি বাঁধতে পছন্দ করেন। অপু বিশ্বাস থেকে মিথিলা-প্রায় সবার সঙ্গে কাজ করেছেন নায়কের ভূমিকায়। সেই ধারাবাহিকতায় এবার নিরবের নায়িকা বহরে নতুন করে যুক্ত হলেন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ বিনতে কামাল। যিনি এই ছবিটির মাধ্যমে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। নিরব-সুনেরাহকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন খ ম খুরশীদ। গল্পের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। ছবিটির নাম ‘জয় বাংলার ধ্বনি’।
নিরব বলেন, সুনেরাহকে পাওয়া আনন্দের বিষয়। কারণ, ‘ন ডরাই’ দেখে আমি নিজেও ওর ভক্ত হয়ে আছি। আমাদের মধ্যকার সম্পর্কটাও বেশ উন্নত। ফলে সুনেরাহকে সঙ্গে পেয়ে ভালোই হলো। এই ছবিটির আরেকটি বড় দিক মুক্তিযুদ্ধের অসাধারণ একটি প্রেক্ষাপট। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে। নির্মাতা খ ম খুরশীদ জানান, ছবিটির শুটিং শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে।