নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আয়োজিত এনএইচটি হোল্ডিং স্পোর্টস কার্নিভাল ফুটসালে এন জি এইচ এস–২০০১ হয়েছে। ফাইনাল খেলায় তারা ২–০ গোলে এনবিএস ডাইনামাইটস ৯৯ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধের ১৭ মিনিটে ও দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে রিপন বিজয়ী দলের পক্ষে গোল করেন। গত ২৭ জানুয়ারী ১২টি ব্যাচ ভিত্তিক দল নিয়ে সিক্সএ সাইড ক্রিকেট ও ফুটসালের আয়োজন করে এলামনাই এসোসিয়েশন। আগামী ২১ ফেব্রুয়ারী ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা নাসিরাবাদ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারী স্কুলের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুইদিন ব্যাপী অনুষ্ঠানে ফাইনালের পুরস্কার বিতরণ করা হবে।