ভালোবাসা দিবসে সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশের উদ্যোগে সীতাকুণ্ডের দুর্গম এলাকার ৩টি হেফজ ও এতিমখানার শিশুদের নিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে দিনব্যাপী আনন্দ উৎসবের আয়োজন করা হয়। সকালে শিশুরা বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণ করে, দুপুরে খাবার আয়োজন শেষে বিকালে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন শওকত আলী জাহাঙ্গীর, লায়ন গিয়াস উদ্দিন, লায়ন ইউসুফ শাহ, লায়ন মো. শাহজাহান, ইঞ্জিনিয়ার লায়ন কামরুদ্দোজা, শরীফুল ইসলাম শরীফ, জাহিদ তানসীর, সাইফুল ইসলাম ইমরান, হাকিম, ইরফান, মুহিব, আরিয়ান, সাহির, আফ্রিদী, ইমন, মিনহাজ, আফসানা, প্রেয়সী, নুসরাত, সাবরিনা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।