বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে একটি ত্রিপক্ষীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এডিবি সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়ন আরও ত্বরান্বিত করতে বিশেষ পদক্ষেপের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও এডিবি। সম্প্রতি এডিবির ঢাকা অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভার্চুয়াল ত্রিপক্ষীয় পোর্টফোলিও পর্যালোচনা সভায় (টিপিআরএম) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ যুক্ত ছিলেন। সভায় সরকারি কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং এডিবি কর্মীরা অংশ নেন। খবর বাংলানিউজের।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, করোন মহামারি পরবর্তী সময়ে দেশের আর্থ-সামাজিক অবস্থার পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার জন্য প্রকল্পের বাস্তবায়ন গতি বাড়াতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারের প্রাথমিক লক্ষণে দেখা গেছে, প্রকল্প নির্বাহী সংস্থাগুলোর বিশেষ ব্যবস্থায় অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কর্মসংস্থানে সহায়তা করতে পারে।