ফেলছে বোমা ইচ্ছে মতো
শিশুর প্রাণও নিচ্ছে কতো
হারাচ্ছে মা বাবা,
ফিলিস্তিনের ভূমিতে আজ
ইসরায়েলের থাবা।
ক্ষমতা যার আছে বিশ্বে
আমেরিকার সুরে দৃশ্যে
হতাশ মানব কুল রে,
বলছে নাতো বোমা মেরে
মানুষ হত্যা ভুল রে!
মানবাধিকার লঙ্ঘনে
দেখো দানবরা সঙ্গ নে
করেনা কুছ কেয়ার,
একটা শুধুই লক্ষ্য তাদের
ক্ষমতার সেই চেয়ার।