এক বছরের মধ্যে বাকলিয়া জলাবদ্ধতা মুক্ত হবে

বাকলিয়ায় উপমন্ত্রী নওফেল

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাকলিয়াবাসী আগামী এক বছরের মধ্যে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। গত শনিবার পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মধ্যম বাকলিয়া সমাজকল্যাণ ও উন্নয়ন পরিষদের আয়োজনে এসএসসি, দাখিল ও এইচএসসি এবং আলিম ২০২১ পরীক্ষায় উত্তীর্ণ এলাকার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এ ঘোষণা দেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, বাকলিয়াসহ সারা দেশে উন্নয়ন করতে সরকার বদ্ধ পরিকর। শুধু নগরে নয় গ্রামের অলি-গলি পর্যন্ত উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানের সভাপতি ও মধ্যম বাকলিয়া সমাজকল্যাণ ও সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আহমেদ ইলিয়াছ বলেন, শিক্ষার্থীদের পড়া-লেখায় উৎসাহ উদ্দীপনা বাড়ানোর জন্য এই আয়োজন। বিশেষ অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইছহাক, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, ব্যবসায়ী ছগির আহমেদ, মো. সৈয়দ, মো.ইউনুচ, মো. ইউসুফ, মো. মহসীন, আবুল বশর ও ড. মো. আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবকাঠামো নির্মাণে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধযুব উৎসব ও কোভিড-১৯ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান