যুব উৎসব ও কোভিড-১৯ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ

| মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে যুব উৎসব ও কোভিড-১৯ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান হত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়। যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেককে সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারী মো. আসলাম খান, আব্দুল জব্বার, ইউনুস গণি চৌধুরী। আমিনুল হক তারেকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. আনোয়ার আজম, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, শাহাদাত হোসেন রুমেল। জনি চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। যুব উৎসবে করোনাকালীন সময়ে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথি এম.এ.মালেক বলেন, রেড ক্রিসেন্টের সদস্যরা মানবতার স্বার্থে সবসময় কাজ করে যায়। মানবসেবী হিসেবে নিজেকে ছোটকাল থেকে গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে সুন্দর জীবন হবে । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক বছরের মধ্যে বাকলিয়া জলাবদ্ধতা মুক্ত হবে
পরবর্তী নিবন্ধপরীমণির অসুস্থতার বিষয়ে কী জানালেন চয়নিকা চৌধুরী?