চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারে এক দুর্ঘটনায় ৩টি সিএনজি টেক্সি ও একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, একটি ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিকে চলে আসায় গাড়িটির পিছনে থাকা তিনটি সিএনজি ও একটি প্রাইভেটকার চাপা পড়ে। এ সময় গাড়িতে থাকা ৪ থেকে ৫ জন আহত হয়েছেন বলে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমা দৈনিক আজাদীকে জানিয়েছেন। এদিকে দুর্ঘটনাস্থলে থাকা ‘মানবিক’ শওকত হোসেন আজাদীকে জানান, আমাদের সামনেই দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিকে চলে আসায় গাড়িগুলো চাপা পড়ে। আমরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তারা বর্তমানে চিকিৎসাধীন।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির নাম্বার চট্টমেট্টো–খ–১১–১৯১৯, সিএনজি টেক্সিগুলোর নাম্বার যথাক্রমে–চট্টমেট্টো–থ–১২–৭২৩৮, চট্টমেট্টো–থ–১৩–৭৩৯৪ ও চট্টগ্রাম–থ–১২৩৬১১।