এক ইলিশের দাম সাড়ে ৫ হাজার টাকা

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

রুপালি ইলিশ শুধু জাতীয় মাছ নয়। এটি এখন সোনালী দামের জাতীয় সম্পদে পরিণত হতে চলছে। অপরদিকে এই ইলিশ এখন নিম্ন মধ্যবিত্ত সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যেমন ২.১৬৪ কেজি ওজনের ছবির এই বড় সাইজের একটি ইলিশের দাম হাঁকা হয়েছে কেজি প্রতি আড়াই হাজার হারে সাড়ে ৫ হাজার টাকা। এই ইলিশ মাছটি সাড়ে ৩ হাজার টাকা মূল্যায়ন করলেও বিক্রেতা তা বিক্রি করেনি। গতকাল রবিবার রাত সাড়ে ৮ টায় কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুল বাজারে ঘটেছে এমন কান্ডটি। মাছটি কিনতে আগ্রহী ক্রেতা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের গুলগুলিয়া পাড়া গ্রামের ডাঃ আব্দুল আজিজের পুত্র শাহেদ আজিজ এ প্রতিনিধিকে জানান, তিনি রাত সাড়ে ৮ টায় খুরুস্কুল রাস্থার মাথা বাজারে এই ইলিশ মাছটি দেখে কেনার ইচ্ছে প্রকাশ করে দাম জানতে চাই। মাছটির বিক্রেতা কেজি প্রতি দাম ২৫০০ টাকা চেয়েছেন। এটির ওজন ২.১৬৪ কেজি। সাহস হলনা নেওয়ার। তারপরেও ১৫০০ টাকা কেজি দর মূল্যায়ন করে সাড়ে তিন হাজার টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু বিক্রেতা কেজি ২০০০ টাকা দামের ক্রেতা আছে বলে মাছটি দিল না। বাজারে উপস্থিত লোকজন জানান, সন্ধ্যার পরেই মহেশখালী চ্যানেল সংলগ্ন সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে জাল বসিয়ে ধরা হয়েছে এই মাছটি। ২ কেজির অধিক ওজনের এই বড় ধরনের ইলিশের দাম স্থান বেধে কেজি প্রতি আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। এসব বড় সাইজের মাছ বিদেশে রপ্তানি হওয়ায় এটি এখন সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবী থেকে প্রথমবার দেখা গেল নেপচুনের রহস্যময় কালো বিন্দু
পরবর্তী নিবন্ধবিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ড কক্ষ থেকে ৫ কার্টন ত্বকের ক্রিম উদ্ধার