একুশ এলে আমার বুকের বাগান জুড়ে
আমার ভাইয়ের রক্তে রাঙা গোলাপ ফোটে
প্রাণের আলো ছড়িয়ে আবার নতুন ভোরে
বর্ণমালার হাসি নিয়ে সূর্য ওঠে।
একুশ এলে ঝরে মায়ের অশ্রুকণা
অশ্রুকণায় পবিত্র হয় মায়ের ভাষা
তোমার আমার চেতনাতে আগুন লাগে
মনের কোণে ঝিলিক মারে স্বপ্ন আশা।
একুশ এলে বাংলা হাসে প্রাণের ছোঁয়ায়
রচিত হয় বাংলাভাষার গৌরব গাথা
আমার ভাইয়ের তাজা রক্তে জীবন রাঙে
বীরদর্পে উন্নত হয় জাতির মাথা
একুশ আমার আত্মপরিচয়ের দিন
থাকবো বেঁচে নিয়ে ভাইয়ের রক্তঋণ।