একুশের বাণী

পারভীন আকতার | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারি মাস এলেই মনে পড়ে একুশ, একটি সংখ্যার শক্তি কতো জেনে বিশ্ব বেহুশ! বাহান্নের ভাষা আন্দোলনে
মিছিলে বাংলা চাই, সালাম, রফিক বরকতের কদর আজো তাই। জীবন দিয়ে প্রতিষ্ঠা পেলো প্রিয় বাংলা ভাষা, মানে মর্যাদায় মোহনীয় অতি মায়ের ভাষা খাসা। বিশ্বের দরবারে বাংলা ভাষা দুর্দান্ত জনপ্রিয় এখন, শান্তির ভাষা বুঝতে পেরেছে ইউনেস্কো স্বীকৃত যখন। পৃথিবীর একমাত্র ভাষা রক্ত প্রাণে রক্ষিত, বাংলা ভাষা কথায় কাজে করো বাংলা সঞ্চিত।

পূর্ববর্তী নিবন্ধকমন সেন্স
পরবর্তী নিবন্ধঅমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস