কমন সেন্স

মো: আবদুল মজিদ | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:২১ পূর্বাহ্ণ

শিক্ষিত হয়ে লাভ কি, যদি বংশগত আচরণ পাল্টানো না হয়। ব্যবহার মানুষের বংশগত পরিচয় বহন করে। সার্টিফিকেট টাকা দিয়েও কিনতে পাওয়া যায়।
সুতরাং সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না। আর আচরণ না জানা মানুষ নামের বেয়াদব থেকে নিজেকে দূরে রাখা শ্রেয়। যে মানুষ অন্য মানু্‌ষ কে মূল্যায়ন করতে জানে না, সে কখনো মানু্‌ষ হতে পারে না। অন্তত প্রত্যেক মানুষের সাধারণ জ্ঞানটুকু থাকা জরুরি দরকার। না হয় বিপদ হওয়ার সাথে সাথে বেইজ্জত হওয়াটা স্বাভাবিক। মনে হয় বোঝাতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন দূষণ নীরব অত্যাচার চালাচ্ছে
পরবর্তী নিবন্ধএকুশের বাণী