ফটিকছড়িতে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন তাছলিমা আক্তার (২৫) নামে এক নারী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সন্তানগুলোর জন্ম হয়। ৬ জনেরই নরমাল ডেলিভারি হয়।
জন্ম নেওয়া ৬ জনের মধ্যে ৪ ছেলে ও ২ কন্যা সন্তান। ৬ নবজাতকের পিতা জাহাঙ্গীর আলম। তার বাড়ি নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের দুলা বাপের বাড়ি।
হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা জানান, একই সাথে ৬ সন্তানের জন্ম দেওয়া মা সুস্থ আছেন। তবে জন্মের দেড় ঘণ্টা পর সব শিশু মারা যায়।
নবজাতকদের মা তাছলিমা আক্তার সাংবাদিকদের বলেন, আমি কল্পনাও করিনি কখনো একাধিক সন্তান জন্ম দেব।