একটি ছেলে

আলমগীর কবির

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

একটি ছেলের ঘরবাড়ি নেই

ইস্টিশনে ঘুমায়,

ঠান্ডা হাওয়ার মতো করে

কষ্ট গালে চুমায়!

দুঃখ কষ্ট আছে তবু

লড়াই করতে জানে,

এই ছেলেটি জেনে গেছে

ঠিক জীবনের মানে।

পাঁচতলাতে থেকেও কারো

ঘুম আসে না চোখে,

এই ছেলেটি অনাদরেই

হারায় স্বপ্নলোকে।

পূর্ববর্তী নিবন্ধহিমের দুয়ার খোলে
পরবর্তী নিবন্ধডাঙায় সাঁতার শেখা