সবে কাজ থেকে ফিরেছি। মোবাইলটা রেখে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করলাম। মোবাইল নিয়ে দেখতে গেলাম কি কি ম্যাসেজ আসছে? রোজ কত ম্যাসেজ যে আসে, বিভিন্ন জায়গা থেকে। আর রবি থেকে আসে সবচেয়ে বেশি ম্যাসেজ। একটা অচেনা নম্বর থেকে ছোট্ট একটা ম্যাসেজ আসছে আমার নাম উল্লেখ করে। একবার পড়লাম, দুইবার পড়লাম, তখনও বিশ্বাস হলো না। আরো একবার পড়লাম। মনে হলো আমার সুন্দর পৃথিবীটা কিছুক্ষণের জন্য হলেও কেঁপে উঠলো। চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম। সব কেমন যেন এলোমেলো হয়ে গেলো। চুপ করে বসে ছিলাম কিছুক্ষণ। আমার জগৎটাকে কেউ যেন অন্ধকারে ঢেকে দিলো। মনে পড়লো আমি করোনা শুরু হওয়ার প্রথম দিকে কত কবিতা কত গল্প লিখেছি। আজ নিজেই যেন কেমন একটু আতংকে ডুবে গেলাম করোনা পজেটিভ রিপোর্ট আসাতে। খুব আস্তে আস্তে আগে নিজেকে সবার থেকে আড়াল করে নিয়ে নিলাম। জরুরি কিছু পরামর্শ দিয়ে দিলাম বাড়ির সদস্যদের। সবাই অবাক হচ্ছে, কেন তাদের দূরে রাখা? কেন আমি সরে যাওয়া। বিশেষ একজনকে বলে ঢুকে গেলাম আমার নিজের একা জগতে। অদ্ভুত! আগে আমি একা থাকতে খুব পছন্দ করতাম। আমার নিজস্ব সময় নেই বলে কত কথা বলতাম, আর আজ যখন একা হলাম তখন আর ভালো লাগছে না কাছের মানুষদের ছেড়ে। মনের জোর আমার সবসময় বেশি একটু।একটা ম্যাসেজের কত বড় ক্ষমতা বা জোর যেন আমার মনের জোরকেও কেমন নরম ও দুর্বল করে দিলো। আমি তবু নিজেকে বোঝালাম, চিরদিনের মতো সবাইকে হারিয়ে ফেলার চাইতে কয়েকদিনের জন্য দূরে থাকার কষ্ট সহ্য করে নেয়া অনেক ভালো। আর এই যে কোভিট ১৯ এটাকে আমি জয় করবোই। করোনার পজিটিভ রিপোর্টকে জয় করে আবার ফিরবো স্বাভাবিক জীবনে।