লেবাননের জাতীয় দিবস
১৪৯৭ ভাস্কো ডা গামা উত্তমাশা অন্তরীপ পরিক্রমা শেষ করেন।
১৭৭৪ বাংলার প্রথম ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইভ আত্মহত্যা করেন।
১৮১৯ ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়ট-এর জন্ম।
১৮৩০ কলকাতায় প্রথম বাস (তিন ঘোড়ায় টানা) চলাচল শুরু হয়।
১৮৫৬ বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সম্বাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
১৮৫৭ সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
১৮৬৬ রুশ বিমূর্ত শিল্পী ভাসিলি কান্দিনস্কি -র জন্ম।
১৮৬৯ নোবেলজয়ী (১৯৪৭) ফরাস কথাশিল্পী ও সমালোচক অঁদ্রে জিদ্-এর জন্ম।
১৮৭১ কলকাতা আর্ট স্কুলের ইংরেজ অধ্যক্ষ পার্সি ব্রাউন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
১৮৭৭ হাঙ্গেরির সর্বশ্রেষ্ঠ গীতিকাব্য রচয়িতা অ্যান্দ্রে আদি-র জন্ম ।
১৮৯০ গ্রেট ব্রিটেনের কমিউনিস্ট পার্টির অত্যতম প্রতিষ্ঠাতা হ্যারি পলিট-এর জন্ম।
১৮৯০ ফরাসি রাষ্ট্রনায়ক শার্ল দ্য গ্যল-এর জন্ম।
১৮৯২ অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয়কর্মী মীরা বেন (েেমডলাইন েড) -এর জন্ম।
১৯০২ ধাতুবিদ স্যার রবার্ট অস্টিন-এর মৃত্যু।
১৯০৪ মেক্সিকান শিল্পী ও লেখক মিগেল কোভারুবিয়াস-এর জন্ম।
১৯০৪ নোবেলজয়ী (১৯৭০) ফরাসি পদার্থবিদ লুই নিল-এর জন্ম।
১৯১০ লর্ড হার্ডিঞ্জ ভারতের ভাইসরয় পদে লর্ড মিন্টোর স্থলাভিষিক্ত হন।
১৯১৬ মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন-এর মৃত্যু।
১৯১৭ শারীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী (১৯৭৩) ব্রিটিশ জীববিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সলে-র জন্ম।
১৯২১ ইংল্যান্ডের গণতান্ত্রিক সমাজবাদী আন্দোলনের সংগঠক ও ব্রিটিশ ভারতে ভারতীয় স্বায়ত্তশাসন ও সামাজিক-অর্থনৈতিক সংস্কার-প্রবক্তা এইচ এস হিন্ডম্যান-এর মৃত্যু।
১৯৪১ জার্মান-মার্কিন মনস্তত্ত্ববিদ কুর্ট কফকা-র মৃত্যু।
১৯৪৪ ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিদ আর্থার স্ট্যানলি এডিংটন-এর মৃত্যু।
১৯৬৩ মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি আততায়ী অসওয়াল্ড-এর হাতে নিহত হন।
১৯৬৩ ইংরেজ সাহিত্যিক আলডুস হ্যাক্সলে-র জীবনাবসান।