এইতো আমি আছি

নাহিদ নেওয়াজ | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫১ পূর্বাহ্ণ

যখন ভীষণ ইচ্ছে করে দেখতে তোমায়
আকাশের নীল সীমানা
তোমার উদারতার আনন্দে হাসায়
কখনও বা তোমার মুখ
ফিরিয়ে থাকা কালো মেঘের ঘনঘটায়
কাঁদায়, যখন ইচ্ছে করে
মস্ত বড় চাঁদকে সাক্ষী রেখে
তোমার হাতের স্পর্শে আর নির্ভরতায়,
উঠুক বেজে একটি কথা
এইতো আছি আমি, এইতো আছি,
যুদ্ধের দামামা বাজুক
কিংবা অন্ধকারে ঢেকে যাক সারা পৃথিবী,
তখনও আগলে রাখবো তোমায়
পাখির পালকের নীচে,
তখন বনের কাছে যাই আর
সে বলে, এইতো আছি আমি,
খবর এনেছি তোমার
কি করে সে আছে বেঁচে,
গাছের কঁচি সবুজ পাতা তালগাছে ঠাঁয় দাঁড়িয়ে থাকা
ঘনজালে বোনা বাবুই পাখির ঘর
ধানের শীষের হলুদ মাখা ক্ষেত
আমায় বলে, ভয় নেই, আমরা তো আছি।
তাদের কথায় ঘরে আসি ফিরে
আনন্দে নিশ্চিন্তে বাঁচি,
আর তোমায় যতবার পড়ে মনে
পাখির কাছে, নদীর কাছে,
পাহাড়ের কাছে, আকাশের কাছে
চিৎকার করে ডাকি আর
শুনতে পাই, পাহাড়ে ধ্বনিত হয়,
আর ক’টা দিন বাকি,
ঝর্ণাধারার অঝোর জলে শুনতে পাই,
ভয় পেয়ো না, দেবো নাকো ফাঁকি,
বৃক্ষের শুষ্ক পাতা, নদীর স্রোত আর তুমি বলো,
এইতো আমি আছি।

পূর্ববর্তী নিবন্ধআলোর পাখি
পরবর্তী নিবন্ধবৃক্ষ তুমি গুণীধন