রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন গত মঙ্গলবারের ভোটে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে দুধ দিয়ে গোসল করেছেন সদ্য নির্বাচিত চেয়ারম্যান মো. এহছানুল হাকিম সাধন। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মঙ্গলবারের ভোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট। খবর বিডিনিউজের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের পরদিন বুধবার সকালে চেয়ারম্যান সাধনকে নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের বাড়িতে পরিবারের লোকজন ১৫ লিটার দুধ দিয়ে গোসল করান। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এহছানুল হাকিম সাধন বলেন, মা–চাচিরা প্রতিজ্ঞা করেছিলেন জয়লাভ করলে দুধ দিয়ে গোসল করাবেন। যে কারণে সকালে পরিবারের লোকজনসহ গ্রামবাসী দুধ দিয়ে গোসল করিয়ে তাদের ইচ্ছাপূরণ করেছেন।