দক্ষিণ রাউজান উদয়ন সংঘের উদ্যোগে গত ১১ নভেম্বর উদয়ন গীতা শিক্ষা বিদ্যাপীঠ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উদয়ন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন সংঘের উপদেষ্টা দিবাকর ঘোষ, বাগীশিক রাউজান দক্ষিণ শাখা সাধারণ সম্পাদক ও গীতা পাঠক রাকেশ সরকার, সংগঠনের সহ সভাপতি শিমুল দাশ ও সঞ্চিতা মল্লিক দত্ত, সহ সম্পাদক হিমাদ্রি দাশ গুপ্ত রাজু, বিপ্লব দেওয়ানজী প্রমূখ। এতে উপস্থিত শিক্ষাথীদের মাঝে ধর্মীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।