উদ্ধার করা অস্ত্র হস্তান্তর করল আনসার

| বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এগুলোর মধ্যে রয়েছে ১টি এসএমজি, ৫টি রাইফেল, ১২টি শটগান, দুটি দেশীয় বন্দুক, ১০১ রাউন্ড গুলি ও ১৫২টি কার্তুজ।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ গত ১২ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ফয়’স লেকে আনসার কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ্‌ রাসেল, পরিচালক নাজমুল হক নূরনবী, জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, উপপরিচালক মো. নুরূল আবছার, সার্কেল অ্যাডজুডেন্ট মো. আলাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টার সঙ্গে বৈঠক, ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন নয় বিশ্ব ব্যাংক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুর্বৃত্তদের সহিংসতা চেষ্টা ব্যর্থ করে দিল জনতা