উত্তাল সাগরে মাছ ধরার ট্রলার ডুবি

২২ জেলের সবাইকে জীবিত উদ্ধার

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ায় মাছ ধরতে গিয়ে মহেশখালীর মাতারবাড়ির একটি ট্রলার কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ডুবে গেছে। গত শুক্রবার বিকেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারের ২২ মাঝি-মাল্লাকে সাগরে অবস্থানরত অন্যান্য জেলে নৌকার মাঝি-মাল্লারা উদ্ধার করে নিরাপদে উপকূলে নিয়ে আসে। ডুবে যাওয়া ট্রলারটি গতকাল শনিবার বিকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের শের উল্লাহ বহদ্দারের মালিকানাধীন এফবি তহুরা জন্নাত নামের ৬৫ অশ্বশক্তির ট্রলারটি ২২ জন মাঝি-মাল্লা নিয়ে শুক্রবার দুপুরে সমুদ্রে মাছ শিকারের উদ্দেশে রওনা দেয়। কিছুদূর যেতেই ট্রলারটি বৈরি আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় সমুদ্রে থাকা অন্যান্য জেলে নৌকা তাদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।

এদিকে সাগরে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধির কারণে গতকাল শনিবার মহেশখালীর উপকূলীয় ইউনিয়ন মাতারবাড়ির সাইটপাড়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে অন্তত অর্ধশতাধিক বাড়িঘর তলিয়ে গেছে। গতকাল বেড়িবাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও জরুরি খাদ্য সহায়তা বিতরণ শেষে মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার এ তথ্য নিশ্চিত করেন।